IQNA

“মিলাদুন্নবী (সা.) থেকে ইসলামী ঐক্যের বার্তা”

18:07 - September 09, 2025
সংবাদ: 3478031
ইকনা- ১২ রবীউল আওওয়াল এবং আহলুল বাইতের (আ) গৃহীত মশহুর অভিমত অনুসারে ১৭ রবীউল আওওয়াল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম ও হযরত ইমাম জাফার আস-সাদিকের (আ) শুভ জন্মদিন এবং ১২ থেকে ১৭ রবীউল আওওয়াল ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

 

এসেছে মুহাম্মাদের বসন্ত রবি

রবীউল আওওয়াল

বিশ্ব জগৎ উজালা করে নবী দ্যুতি

চির অম্লান

ধরিত্রীর বুকে আগমন তব শুভ ও মহান

হে মুজতবা আহমাদ!হে মুস্তাফা মুহাম্মাদ!

হে নবী-ই আমজাদ (সবচেয়ে মর্যাদাবান নবী)

রাসূলুল্লাহ,নবীয়ুল্লাহ্,হাবীবুল্লাহ (আল্লাহর হাবীব অর্থাৎ প্রিয়বন্ধু)

খাইরু খালকিল্লাহ্ (সর্বোত্তম সৃষ্টি)

যাকে মহান স্রষ্টা না করলে সৃষ্টি এ বিশ্ব নিখিল কিছুই তিনি করতেন না সৃষ্টি

(লওলাক্ লামা খলাক্ব্তুল্ আফলাক্)

খাতামুন্নাবীয়ীন (শেষ নবী)

সাইয়্যিদুল মুরসালীন (সকল প্রেরিত পুরুষদের নেতা)

রাসূলে আ'যাম্ (সর্বপ্রধান রাসূল)

উসওয়াতুন হাসানাহ্ (উত্তম আদর্শ),

উত্তম চারিত্রিক গুণাবলীর পূর্ণতা বিধায়ক

অতি সুমহান চরিত্র ও গুণের ওপর সুপ্রতিষ্ঠিত

(ইন্নাকা লা'আলা খুলুক্বিন্ আযীম্)

যার অনুসরণে আছে নিহিত প্রকৃত ভালোবাসা স্রষ্টার প্রতি

( ক্বুল্ ইন্ কুন্তুম তুহিব্বূনাল্লাহা ফাত্তাবিঊনী ইয়ুহ্বিবকুমুল্লাহ্

বলে দাও," যদি ভালবাস স্রষ্টারে তোমরা তাহলে আমাকে অনুসরণ কর তোমরা; তোমাদের ভালবাসবেন তখন মহান স্রষ্টা)

সর্বোত্তম মহামানব

পূর্ণ মানব (ইনসান-ই কামিল্)

হাদী (পথপ্রদর্শক) আমীন (পরম বিশ্বস্ত ও আস্থাভাজন)

তাঁর ওপর অবতীর্ণ (নাযিল ও মুনাযযাল)

ঐশী ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান ও বিধানের উৎস ও ভান্ডার

হিদায়তের আলোক বর্তিকা ও দ্যুতি

কিতাবুল্লাহ (আল্লাহর গ্রন্থ) কুরআন

পূর্ববর্তী সকল ঐশী গ্রন্থ ও সহীফার সংরক্ষক (মুহাইমিন) এই কুরআন

সত্য মিথ্যার প্রভেদকারী ফুরকান

সম্পূর্ণ নির্ভুল,সহীহ (বিশুদ্ধ), অবিকৃত,সত্য ও সুসংরক্ষিত মাসূম এ কুরআন

শয়তান ও মিথ্যার প্রক্ষেপ এবং সত্য-মিথ্যার মিশ্রণ হতে চিরমুক্ত ও পবিত্র

সাক্বালাইন:স্বীয় উম্মতের মাঝে রেখে যাওয়া তাঁর অতীব মহামূল্যবান দুটো উত্তারাধিকার ও আমানৎ:

কিতাবুল্লাহ ও তাঁর পবিত্র ইতরৎ (নিকটাত্মীয় ও রক্তজ  বংশধর)

আহলে বাইত যাদের মহান আল্লাহ করেছেন সম্পূর্ণ পবিত্র,যারা ছিলেন মুবাহালার দিবসে

মহানবীর (সাঃ) সঙ্গী নুবুওয়তের সত্যতার সাক্ষ্যদানে

স্বীয় উম্মাতকে বলেছেন এই সাকালাইনকে

দৃঢ়তার সাথে আঁকড়ে ধরতে

যাতে কভু না হয় তারা গোমরাহ, বিভ্রান্ত ও পথভ্রষ্ট এ ইহ জগতে

পরকালের মুক্তি জেনো এই সাকালাইনের অনুসরণে

পাক কুরআনের ইদল (সমকক্ষ) আহলে বাইত

তাই এ যুগল-এ জুটি (সাকালাইন) কভু হবে না পৃথক কিয়ামত তক

বর্ণিত আছে এ কথা মহানবীর (সাঃ) সহীহ প্রতিষ্ঠিত মুতাওয়াতির হাদীস সমূহে

সাকালাইনের (পবিত্র কুরআন ও মহানবীর [সাঃ] আহলে বাইত) পথ-ই আসলে সঠিক সত্য  সরল পথ (সিরাত-ই মুস্তাকীম)

আমরা পাঞ্জেগানা নামাযে

 মহান পরওয়ারদেগারের কাছে

কায় মনো বাক্যে

প্রার্থনায় বলি প্রতিদিন:

ইহদিনাস়্ স়িরাত়াল্ মুস্তাক্বীম্ (আমাদেরকে কর সরল সঠিক পথে পরিচালিত এবং রাখ প্রতিষ্ঠিত)।

ফাতিমা তার কন্যা যিনি খাইরুন নিসা (সর্বশ্রেষ্ঠা নারী)

সাইয়েদাতু নিসাইল আলামীন্ ( জগৎ সমূহের নারীদের নেত্রী),

সাইয়েদাতু নিসাই আহলিল্ জান্নাহ্ ( জান্নাতের নারীদের নেত্রী),

সাইয়েদাতু নিসাই হাযিহিল উম্মাহ (এ উম্মতের নারীকুলের নেত্রী),

সাইয়েদাতু নিসাইল মু'মিনীন্ (মুমিন নারীদের নেত্রী)

বেহেশতবাসী যুবকদের নেতৃদ্বয়ের (ইমাম হাসান ও ইমাম হুসাইন) মা জননী

হাসান ও হুসাইন তাঁর (সা) দৌহিত্র (সিবত়) জান্নাতবাসী যুবকদের নেতা এবং তাঁদের চেয়েও শ্রেষ্ঠ তাঁদের পিতামাতা (হযরত আলী ও হযরত ফাতিমা)

শেরে খোদা (খোদার সিংহ) আলী ইবনে আবী তালিব

হায়দারে কার্রার (তীব্র আক্রমণ কারী ব্যাঘ্র) গাইরে ফার্রার (যিনি করেন না কভু রণ ভঙ্গ এবং রণক্ষেত্র হতে কভু পলায়ণ) তাঁরই পিতৃব্য পুত্র ও ভ্রাতা (আখূ রাসূলিল্লাহ: রাসূলুল্লাহর ভ্রাতা)

(দুনিয়া ও আখেরাতে রাসূলুল্লাহর ভ্রাতা যে আলী  হাদীসে বর্ণিত আছে সে কথা)

 যদি না হতেন সৃজিত আলী

তাহলে পাওয়া যেত না কভু

এ বিশ্বে নবী দুহিতা ফাতিমার কুফূ (সমকক্ষ ও যোগ্য স্বামী)!!!

মহানবীর (সাঃ) পরে সমগ্র সৃষ্টি কুলে শ্রেষ্ঠ আলী

এজন্যই করলেন ঘোষণা গাদীর-ই খুমের মহা দিবসের মহাসমাবেশে তিনি (সা):

মান্ কুনতু মাওলাহু ফাআলীয়ুন্ মাওলাহ্

যার মওলা ( অভিভাবক, তত্ত্বাবধায়ক ও নেতা) আমি,তার মওলাও এই আলী

অতএব যারা চায় কিয়ামত দিবসে

রাসূলুল্লাহর সাথে একই মর্যাদায় অবস্থান করতে

তারা তাঁকে, হাসান,হুসাইন ও তাঁদের পিতামাতাকে (আলী ও ফাতিমা) অবশ্যই ভালবাসবে।

শাফী'উল্ মুযনিবীন্ (সকল পাপীর শাফাআত কারী)

ইয়াওমাদ্দীন(শেষ বিচার দিবসে)

রহমাতুল্লিল আলামীন ( জগতসমূহের জন্য প্রভুর কৃপা ও রহমত)

সাহিব-ই হাউযে কাওসার

( হাউযে কাওসারের অধিপতি)

রোয-ই মাহশার (হাশরের দিবসে)

তার ভ্রাতা ও ওয়াসী (স্থলাভিসিক্ত,উত্তরাধিকারী ও ওয়াসিযৎ বাস্তবায়ন কারী) মাওলাল মুওয়াহহিদীন্ (তৌহিদবাদীদের নেতা) আলী হায়দার

সাকী-ই হাউযে কাওসার

(হাউযে কাওসারে কিয়ামত দিবসে মুমিনদের সাকী যিনি তাদের তা থেকে পান করাবেন পানি)

যার ফলে থাকবে নাকো আর হাশরের ময়দানে মু'মিনদের তৃষ্ণা

 আর না কোনো ভয় ও বিভীষিকা

নবী ও ওয়াসী এনে দেবেন উম্মতের ডান হাতে তাদের নামা-ই আ'মাল্ (কর্ম সমূহের রেকর্ড)

 মহান আল্লাহর ইযনে (অনুমতি ক্রমে) মীযানে (মানদণ্ডে) উত্তীর্ণ করবেন তাঁরা উম্মতের ঈমান ও আ'মাল

দেখ উম্মত! তোমাদের নবী ( হযরত মুহাম্মদ ) ও তাঁর ওয়াসী ( হযরত আলী ) কত বড় মেহেরবান!

খোদা ব্যতীত সৃষ্টি কুলে নেই যাদের চেয়ে আর কেউ অধিক মেহেরবান।

কারণ, এ উম্মতের পিতা রাসূলুল্লাহ (সা) ও মাওলা আলী 

(আনা ওয়া আলী আবাওয়া হাযিহিল উম্মাহ)

এবং রাসূলুল্লাহর আত্মা ও সত্তা মাওলা আলী

(আলী নাফসু রাসূলিল্লাহ)

১২ রবীউল আওওয়াল এবং আহলুল বাইতের (আ) গৃহীত মশহুর অভিমত অনুসারে ১৭ রবীউল আওওয়াল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম ও হযরত ইমাম জাফার আস-সাদিকের (আ) শুভ জন্মদিন এবং ১২ থেকে ১৭ রবীউল আওওয়াল ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha