IQNA

গাজার জনগণের গণহত্যায় ১৫টি আন্তর্জাতিক কোম্পানির অংশগ্রহণ

18:52 - September 19, 2025
সংবাদ: 3478092
ইকনা- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঘোষণা করেছে যে ১৫টি আন্তর্জাতিক কোম্পানি দখলদার ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনে সহযোগিতা করছে এবং গাজায় সংঘটিত গণহত্যায় এই শাসনব্যবস্থাকে সহায়তা করছে।

কনার প্রতিবেদন অনুযায়ী, আল-জাজিরা জানায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাজায় দখলদারদের কর্মকাণ্ড সহজতর করার ক্ষেত্রে ১৫টি বৈশ্বিক কোম্পানির ভূমিকা উন্মোচন করেছে।

সংস্থাটির মতে, এই কোম্পানিগুলো সামরিক হামলায় ব্যবহৃত সরঞ্জাম ও সেবা সরবরাহ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ভূমিকা রাখছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের আর কোনো নীরবতা বা অজ্ঞতার অজুহাত নেই, কারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার বহু প্রমাণ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে সংস্থাটি জোর দিয়ে বলেছে, ইসরায়েলি বাহিনী ও কর্মকর্তারা বিশেষ করে গাজা শহরে এখনও গণহত্যার অপরাধ চালিয়ে যাচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ এবং দখলদার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে তা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধে প্রত্যক্ষ অংশগ্রহণ হিসেবে গণ্য হবে।

অভিযুক্ত কিছু কোম্পানির মধ্যে রয়েছে: মার্কিন কোম্পানি বোয়িং, লকহিড মার্টিন ও প্যালান্টিয়ার; ইসরায়েলি কোম্পানি এলবিট সিস্টেমস, রাফায়েল, করসাইট, মেকোরট ও ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ (IAI); চীনের হাইকভিশন; স্পেনের CAF; দক্ষিণ কোরিয়ার এইচডি হুন্দাই।

এই প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জারি করা বিবৃতিতে বলা হয়: আমরা গাজায় গণহত্যাকে সমর্থনকারী কোম্পানিগুলোর সঙ্গে যেকোনো ধরনের বাণিজ্য ও বিনিয়োগের অবসান এবং তাদের নিষেধাজ্ঞা মেনে চলা নিশ্চিত করার আহ্বান জানাই।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড এ প্রতিবেদনে বলেছেন: সময় এসেছে দেশগুলো, প্রতিষ্ঠানগুলো, কোম্পানি ও বিশ্ববিদ্যালয়গুলো তাদের যেকোনো মূল্যে মুনাফার প্রাণঘাতী আসক্তিথেকে বের হয়ে আসুক। অবৈধ দখলদারি ও বর্ণবাদ কয়েক দশক ধরে গভীর অর্থনৈতিক ও বাণিজ্যিক সমর্থনের মাধ্যমে টিকে আছে এবং গাজায় গণহত্যাও নিরবচ্ছিন্ন অস্ত্র ও সামরিক প্রযুক্তির প্রবাহে শক্তিশালী হয়েছে।

তিনি আরও বলেন: মানব মর্যাদা কোনো পণ্য নয়। যখন গাজার ফিলিস্তিনি মায়েরা ক্ষুধায় সন্তানের মৃত্যু দেখছেন, তখন অস্ত্র কোম্পানিগুলো এখনও বিপুল মুনাফা কুড়োচ্ছে। এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে।” 4305746#

captcha