IQNA

বাহরাইনে কুরআন বিষয়ক কেন্দ্র নির্মিত হবে

15:44 - March 19, 2015
সংবাদ: 3012727
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : নতুন একটি উলুমে কুরআন ও কুরআন প্রশিক্ষক কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে বাহরাইন সরকার।


Daily News ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : চলতি এবং আগামি বছরের বার্ষিক বাজেট থেকে এ কেন্দ্র নির্মাণের বাজেট প্রদান করা হবে।

বাহরাইনের সুপ্রিম ইসলামি কাউন্সিলের তত্ত্বাবধানে থাকবে এ কেন্দ্র।

উলুমুল কুরআন তথা সায়েন্স অব কুরআন বিষয়ক এ কেন্দ্রে বাহরাইন এবং অন্যান্য দেশের ছাত্রদেরকে কুরআন বিষয়ক বিভিন্ন শিক্ষা প্রদান করা হবে। প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন উলুমে কুরআনের শিক্ষকবৃন্দ ও বিশেষজ্ঞরা।

এ প্রজেক্ট বাস্তবায়নকারীদের অন্যতম ঈসা আল-হামদি এ সম্পর্কে জানিয়েছেন : কেন্দ্রটি হবে উলুমে কুরআন বিষয়ে এ অঞ্চলের সবচেয়ে প্রফেশনাল একটি কেন্দ্র।

তিনি বলেন : কুরআন বিষয়ক বিভিন্ন বিভাগের মান উন্নয়নের লক্ষ্যে এ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে।#2998975

captcha