বার্তা সংস্থা ইকনা: হামিদ কারজাই বলেন: আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নেই তবে সম্ভাবনা আছে এমন একদিন আসবে যে, তালেবানের সাদা পতাকা পরিবর্তন হয়ে আইএসআইএলের কালো পতাকায় পরিণত হবে।
তিনি আরও বলেন: আফগানিস্তানে আইএসআইএলের প্রয়োজনীয় সমর্থন নেই। এ ব্যাপারে মিডিয়াও অনেক হৈচৈ হয়েছে। কিন্তু এ পর্যন্ত আফগানিস্তানে কেউই আইএসআইএলের অবস্থান প্রমাণ করতে পারেনি। তবে এর অর্থ এটি নয় যে ভবিষ্যতে আফগানিস্তানে আইএসআইএলের প্রবেশ করবে না।
কারজাই বলেন: ইরাক ও সিরিয়ার তথাকথিত ইসলামী রাষ্ট্রের উত্থানের প্রত্যক্ষ ফল হচ্ছে ইরাক। এর প্রত্যক্ষ ফলাফল হচ্ছে ,ইরাকে মার্কিনের আক্রমণ, শাসকের পতন এবং বিশৃঙ্খলার ফলে সেদেশে সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি।
তিনি গুরুত্বারোপ করে বলেন: আফগানিস্তান ও পাকিস্তানে শুধুমাত্র আমেরিকান সামরিক বাহিনীর উপস্থিতির ফলেই অবস্থানের পরিবর্তন হবে না। আমেরিকান রাজনীতি এবং তাদের পশ্চিমা জোটের চরমপন্থা ও সন্ত্রাসী মূলক পদ্ধতিও পরিবর্তন করতে হবে।
3054409