bangla.irib.ir সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বিক্ষোভকারী ইয়েমেনি জনগণ হুথি আন্দোলন আনসারুল্লাহ সমর্থনে শ্লোগান দেয় একই সঙ্গে তারা সৌদি আরবের শাসকদের বিরুদ্ধে বজ্রকন্ঠে ধ্বনি তুলেছে।
রাজধানী সানার বাব-আল ইয়েমেনসহ তায়াজ, আমান শহরেও বিক্ষোভ হয়।
সৌদি জোট সঙ্গে জড়িত দেশগুলোর পণ্য বর্জনের আহ্বান জানানোর পাশাপাশি ইয়েমেনের জনগণ আমেরিকা, ইসরাইল এবং সৌদি আরবের বিরুদ্ধে আওয়াজ তুলে। ইহুদিবাদী ইসরাইলে মিত্র হিসেবে সৌদি আরব তেল আবিব –ওয়াশিংটনের ষড়যন্ত্রের নিল নকশা বাস্তবায়ন করছে বলে তারা শ্লোগান দেয়।
ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের নিরতারও নিন্দা করেন তারা।