বার্তা সংস্থা ইকনা: সুইজারল্যান্ডের ‘জুরিখ’ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ল্যাবরেটরিতে ‘রেডিওকার্বন ডেটিং’ যন্ত্রের মাধ্যমে প্রাকৃতিক বিজ্ঞান ব্যবহার করা হয়। এ বিশ্ববিদ্যালয়ে হস্তলিখিত প্রাচীন কুরআনে লেখার সময় নির্ধারণ করা হয়েছে।
উক্ত কুরআন শরিফটি সুইজারল্যান্ডের ‘জুরিখ’ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ল্যাবরেটরিতে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, কুরআন শরিফের পশুর চামড়ার ওপর লেখা হয়েছে এবং এ প্রাচীনতম কুরআন শরিফটি ৬০৬ থেকে ৬৫২ খ্রিস্টাব্দের অন্তর্গত।
বার্লিন জাতীয় গ্রন্থাগারের মুখপাত্র জানিয়েছেন: উক্ত কুরআন শরীফটি এক মরহুম ওলামার নিকট থেকে সংগ্রহ করা হয়েছে। এ ওলামা উনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে কায়রোয় জীবন যাপন করতেন।
3085111