আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের ওলামাগণ ফতোয়া জারির মাধ্যমে ইয়েমেনের জনগণের রক্ষ ঝরানোকে জায়েজ ঘোষণা করেছে!
সৌদি আরবের ওলামাগণ ফতোয়া অনুযায়ী, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ হচ্ছে ‘আল্লাহর পথে যুদ্ধ’ এবং যারা এ যুদ্ধে নিহত হবে তারা আল্লাহর পথে শহিদ হবে। এ যুদ্ধ মুসলমানদের রক্ষার্থে এবং ধর্মের সেবার জন্য হচ্ছে!
সৌদি উলেমা বোর্ড মহাসচিব শেখ ফাহাদ বিন সাদ আল মাজাদ বলেন: ‘যে ব্যক্তি এ যুদ্ধে শত্রুদের হাতে নিহত হবে, সে আল্লাহর পথে শহীদ হবে’!
সৌদি আরব ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুল হাদিকে ক্ষমতায় ফেরানো এবং রিয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার জন্য সৌদি আরব ২৬শে মার্চ থেকে ইয়েমেনে হামলা চালায়।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, আকাশ- পথে সৌদি আরবের নৃশংস হামলার শুরু থেকে এ পর্যন্ত নারী ও শিশু সহ কমপক্ষে ৫১৯ জন বেসামরিক জনগণ নিহত হয়েছে এবং অনেকেই আগত হয়েছে।
গতরাতে ইয়েমেনের রাজধানী সানায় আকাশ পথে সৌদি আরবের বোমা বিস্ফোরণের ফলে ৬ শিশু সহ মোট ৯ জন নিহত হয়েছে।
এপর্যন্ত সীমান্ত যুদ্ধে হুসি আন্দোলন বাহিনীর হাতে তিন জন সৈন্য নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে।
3085126