IQNA

ইউরোপীয় অঞ্চলের কুরআন প্রতিযোগিতার উদ্বোধন

20:33 - April 05, 2015
সংবাদ: 3093638
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ইউরোপীয় অঞ্চলের কুরআন প্রতিযোগিতা গত ৩রা এপ্রিল এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্মানীর হ্যামবুর্গ ইসলামি কেন্দ্রে শুরু হয়েছে।


বার্তা সংস্থা ইকনা : এ প্রতিযোগিতা যে সকল বিভাগে অনুষ্ঠিত হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে ; তেলাওয়াত (পুরুষ), হেফজ (উভয়), তারতিল (মহিলা), মাফাহিমুল কুরআন (উভয়), আযান (পুরুষ), মিউজিক বিহীন তাওয়াশিহ (পুরুষ)।

কুরআনিক শিক্ষা ও সংস্কৃতির প্রসার, কারী ও হাফেজদেরকে কুরআনের প্রতি অধিক আগ্রহী করে তোলা, ইউরোপীয় সমাজে কুরআন ভিত্তিক ঐক্য গড়ে তোলাসহ অপর লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় বড়দের তেলাওয়াত বিভাগে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের জন্য ঘোষিত পুরস্কার হচ্ছে, যথাক্রম উমরাহ হজ্ব, ১২০০ ইউরো এবং ১০০০ ইউরো। এছাড়া অপর বিভাগের জন্য মূল্যবান পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

আজ (৫ই এপ্রিল) এ প্রতিযোগিতা সমাপ্ত হতে যাচ্ছে। প্রতিটি দেশের প্রতিদ্বন্দীদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বার লাভকারী প্রতিদ্বন্দী আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে, তবে তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তের অধিকারী হতে হবে।



3089441













captcha