বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহি উদ্দিন ইয়াসিন গুরুত্বারোপ করে বলেন: “জিহাদ সম্পর্কে নিদিষ্ট কিছু গ্রুপের ভুল ধারণা থাকার ফলে ইসলামের সঠিক রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। এখনই সময় এই সমস্ত দলের মোকাবেলা করা”।
ইসলাম ধর্মের প্রতি মুসলমানদের দায়িত্ব সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন: আমরা মুসলমান এবং আমাদের উচিত ইসলাম ধর্ম সম্পর্কে সকল ভ্রান্তি ধারণ দুর করা। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)যেভাবে আমাদেরকে ইসলাম ধর্ম শিখিয়ে গিয়েছেন, আমাদেরও উচিত ইসলাম ধর্মকে সেভাবেই উপস্থাপন করা।
উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার ইসলামী উন্নয়ন সংস্থার মহাসচিব উসমান মুস্তাফা, মালয়েশিয়ার মুফতি জুলকেইফ মুহাম্মাদ আল বাকরী এবং মালয়েশিয়ার ইসলামী সংস্থার পরিচালক পাইমুযী ইয়াহিয়া উপস্থিত ছিলেন।
ছয় দিন ব্যাপী উক্ত কুরআন প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রতি প্রদেশে থেকে মোট ২৮ জন অংশগ্রহণ করবে। এর মধ্যে নারী প্রতিযোগী ১৪ জন এবং পুরুষ প্রতিযোগী ১৪ জন।
সূত্র: মালয়েশিয়ার সংবাদ সংস্থা: Bernama
3183242