বার্তা সংস্থা ইকনা: নারীদের জন্য হেফজ, তেলাওয়াত ও তাফসির বিষয়ক ‘আল-হাশেমি’ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ১০ম অধিবেশন আজ শেষ হয়েছে।
উক্ত কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জর্ডানের ওয়াকফ ও ধর্ম মন্ত্রী ‘হায়েল আব্দুল হাফিজ দাউদ’ সহ কুরআনিক ও রাজনৈতিক, ধর্মীয় ও সংস্কৃতি ব্যক্তিত্ব মণ্ডলী উপস্থিত ছিলেন।
‘আল-হাশেমি’ কুরআন প্রতিযোগিতার ১০ম অধিবেশন এদেশের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ২০শে এপ্রিল জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিশ্বের ২১টি দেশের ৫৫ জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন।
জর্ডানে ১০ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হেফজ বিভাগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে ‘হাজার মেহের আলইয়ান’ অংশগ্রহণ করেছেন এবং এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে তার থাকার সম্ভাবনা রয়েছে।
3202493