IQNA

পুরাতত্ত্ব বিজ্ঞানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো আইএসআইএল

13:21 - May 02, 2015
সংবাদ: 3242079
আন্তর্জাতিক বিভাগ: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় পুরাতত্ত্ব বিজ্ঞানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইমান আত-তামীম জানিয়েছেন: ‘পুরাতত্ত্বের মাধ্যমে মূর্তিপূজা সংগঠিত হওয়ার সম্ভাবনার ফলে আইএসআইএল উদ্বিগ্ন রয়েছে!’
তিনি আরও বলেন: পুরাতত্ত্ব বিজ্ঞান ছাড়াও হোটেল ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আইএসআইএল।
আইএসআইএল কর্তৃক ইরাকের ঐতিহাসিক নিদর্শন ধ্বংসের ব্যাপারে গতমাসে দেশটির পর্যটন ও শিল্প মন্ত্রী বলেন: যতদিন পর্যন্ত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল শক্তিশালী বাধার সম্মুখীন না হচ্ছে, ততদিন পর্যন্ত এ সন্ত্রাসীরা তাদের ধ্বংসমূলক কর্মকে অব্যাহত রাখবে।
3241064

captcha