IQNA

তিউনিসিয়ায় অন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

23:51 - May 03, 2015
সংবাদ: 3250568
আন্তর্জাতিক বিভাগ: তিউনিসিয়ায় ‘আজ-জেইতুন’ জামে মসজিদে ২য় মে থেকে ৪র্থ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: চতুর্থতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ২৩টি দেশের প্রতিনিধিগণ একে অপরের সাথে প্রতিযোগিতা করবেন। আগামী ৬ষ্ঠ মে পর্যন্ত এ প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
তিউনিসিয়ায় ধর্ম মন্ত্রীর উপদেষ্টা আব্দুস সাত্তার বদর বলেন: উক্ত কুরআন প্রতিযোগিতা দুই বিভাগে অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ কুরআন হেফজ এবং তাজবিদ বিভাগে ২০ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
তিনি বলেন: এ প্রতিযোগিতায় মোট ১১ জন বিচারক উপস্থিত রয়েছে। এরমধ্যে ৬ জন তিউনিসিয়ার অধিবাসী এবং বাকী ৫ জন অন্যান্য ইসলামী থেকে এসেছেন।
আব্দুস সত্তার বদর বলেন: চতুর্থতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান তিউনিসিয়ার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘বারাদু’ শহরের ‘আজ-জেইতুন’ জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন: প্রতি বিভাগে দশ জন প্রতিযোগিতা উত্তীর্ণ হবে। উত্তীর্ণদের আগামী ৭ম মে তিউনিসিয়ার ‘কারতাজ’ হাউসে সেদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সম্মাননা প্রদর্শন করা হবে।
3248352

captcha