IQNA

মালয়েশিয়ায় ‘সামাজে কুরআনের মূল্যবোধ বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার

23:52 - May 11, 2015
সংবাদ: 3288729
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির কোরানের স্টাডিজ অনুষদে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বরে ‘সামাজে কুরআনের মূল্যবোধ বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সেমিনার বর্তমানে বিভিন্ন বিষয়ে পবিত্র কুরআনের ব্যবস্থাপনা এবং নির্দেশিকা হিসেবে সামাজিক পরিবর্তনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।
আধুনিক বৈজ্ঞানিক গবেষণা কুরআন ইন্টিগ্রেশন, প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে কুরআনিক বিজ্ঞান ব্যবহার, সাম্প্রতিক বিষয়ে কুরআন সম্পর্ক, সমসাময়িক বিশ্বের মুসলিম আলেম, মালয়েশিয়ার আল বায়ান কুরআনিক প্রতিষ্ঠান, ইসলামী শিল্প ও সংস্কৃতি, ইসলামীক প্রাচীন ও হস্তলিখিত পাণ্ডুলিপি, মানব সমাজের রূপান্তরে কুরআনের শিক্ষার বাস্তবায়ন, ইসলামের দৃষ্টিকোণ থেকে মেডিসিন এবং স্বাস্থ্যের যত্ন, কুরআনের দৃষ্টিতে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক এলাকা সহ অন্যান্য বিষয় নিয়ে এ শীর্ষক সেমনীরে আলোচনা করা হবে।
উক্ত সেমিনার ইংরেজি, আরবি, মালয় ভাষায় অনুষ্ঠিত হবে।
3280100

captcha