IQNA

ইরানে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করলেন ‘জাফর ফারদী’

2:18 - May 16, 2015
সংবাদ: 3304021
আন্তর্জাতিক বিভাগ: ইরানের রাজধানী তেহরানে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সেদেশের আন্তর্জাতিক মানসম্পন্ন ক্বারি জাফর ফারদী ‘আল আহযাব’ সূরার কিছু আয়াত তেলাওয়াত করেন।

বার্তা সংস্থা ইকনা: গতকাল ১৫ই মে ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হাসান রুহানির উপস্থিতিতে তেহরানে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ইরানের আন্তর্জাতিক মানসম্পন্ন ক্বারি জাফর ফারদী ‘আল আহযাব’ ও ‘আলাক’ সূরার কিছু আয়ত তেলাওয়াত করেন। বলাবাহুল্য, ইরানের রাজধানী তেহরানে ১৯৮১ সালে জাফর ফারদী জন্ম হয়। গত বছর ইরানে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তেলাওয়াত বিভাগে তিনি প্রথম স্থানের অধিকারী হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে হেফজ ও তেলাওয়াত বিভাগে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৫ই মে শুরু হবে এবং একাধারে ২৪শে মে পর্যন্ত অব্যাহত থাকবে।
3303968

 

captcha