IQNA

৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিনে ১৪ জন ক্বারি ও ১১ জন হাফেজের উপস্থিত

10:30 - May 17, 2015
সংবাদ: 3304275
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিনে ১৪ জন ক্বারি এবং ১১ জন হাফেজ একে অপরের সাথে প্রতিযোগিতা করেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানী প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হাসান রুহানির গতকাল ১৫ই মে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্রথম দিনে ১৪ জন ক্বারি এবং ১১ জন হাফেজ একে অপরের সাথে প্রতিযোগিতা করেন। এ দিনে প্রথম অংশে তেলাওয়াত বিভাগে ক্রোয়েশিয়ার খালিদ দারভিশ, হেফজ বিভাগে ইরাকের মোস্তাফা তাহসীন আলী, তেলাওয়াত বিভাগে নরওয়ের হুসাইন খাযা আলী, হেফজ বিভাগে সুদানের বুখারী ইয়াকুব ইসহাক ইব্রাহীম, তেলাওয়াত বিভাগে আইভরি কোস্টের ডাম্বালী আলফিয়া, হেফজ বিভাগে মৌরিতানিয়ার মোহাম্মাদ আল মুস্তাফা আব্দুল্লাহ আল মুজতাবা, তেলাওয়াত বিভাগে পাকিস্তানের মোহাম্মাদ ইব্রাহিম এবং তেলাওয়াত বিভাগে তিউনিশিয়ার খালিদ বিন মাহমী বিন মুহাম্মাদ অংশগ্রহণ করেছেন। বিরতির পর প্রতিযোগিতার বিকাল ৬টায় দ্বিতীয় অংশ শুরু হয়। তেলাওয়াত বিভাগে কিরগিজস্তানের আরুফ মুহাম্মাদী, হেফজ বিভাগে জর্ডানের মু’তায ইয়াহিয়া সালমান, তেলাওয়াত বিভাগে মেসিডোনিয়ার মাজীউদ্দীন লিয়ামানী, হেফজ বিভাগে কুয়েতের মুহাম্মাদ ঈসা আল খালেদী, তেলাওয়াত বিভাগে থাইল্যান্ডের ভ্যাটিনা আবেদীন এবং হেফজ বিভাগে শ্রীলঙ্কার মোহাম্মাদ সাফ্ফান অংশগ্রহণ করেন। বিচারকদের ছোট্ট বিশ্রামের পর ইরানের এক নব যুবকের কুরআন তেলাওয়াতের পর প্রতিযোগিতার তৃতীয় অংশ শুরু হয়ে। প্রতিযোগিতার তৃতীয় অংশে তেলাওয়াত বিভাগে মাদাগাস্কারের মাযাভা ইকরাম, হেফজ বিভাগে ফিলিপাইনের আসকারি ডুমাকাই আলাভী, তেলাওয়াত বিভাগে জর্জিয়ার জাভাযোভানাডাযা, হেফজ বিভাগে বেনিন থেকে জিবরীল আব্দুল কারিম জামিল, তেলাওয়াত বিভাগে বুলগেরিয়ার কাযেম ইব্রাহীম খালাজ এবং হেফজ বিভাগে বসনিয়ার সিনান উদ্দীন তাতারুয়িজ অংশগ্রহণ করেন। মাগরিব ও এশার নামাজের পর তেলাওয়াত বিভাগে জার্মানির সাব্বির জাফারী, হেফজ বিভাগে নাইজারের এসাকামামুডু হাসান, তেলাওয়াত বিভাগে কানাডার হুসেন মোহাম্মদ মুযযাম্মিল, তেলাওয়াত বিভাগে কমোরোস থেকে ওসমান আলী, তেলাওয়াত বিভাগে মন্টিনিগ্রোর ডুটুভিজ অংশগ্রহণ করেন।

3304101

captcha