বার্তা সংস্থা ইকনা: উক্ত উৎসব মাহফিলে জেনেভার বিশিষ্ট ওলামা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন গোলাম হুর্রে শাব্বিরীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
১৫ই শাবান এবং ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে উৎসব মাহফিল আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে স্থানীয় সময় ১৯:৩০টায়া শুরু হবে।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হবে এবং পরবর্তীতে ইমাম মাহদী (আ.) ও আহলে বায়েতের শানে বক্তৃতা এবং গজল পরিবেশন করা হবে।
3308541