IQNA

বার্লিনে এক হিজাবী নারীর ওপর নৃশংস বর্ণবাদী হামলা

8:20 - December 29, 2025
সংবাদ: 3478692
ইকনা- জার্মানির রাজধানী বার্লিনে একজন ৬৫ বছর বয়সী মহিলা হিজাব পরা এবং বিদেশি ভাষায় কথা বলার কারণে নৃশংস বর্ণবাদী হামলার শিকার হয়েছেন।

আনাদোলু নিউজ এজেন্সির বরাত দিয়ে ইকনা জানায়, জার্মান স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে: বার্লিনের গাইসুন্ডব্রুনেন মেট্রো স্টেশনে একজন ৪০-এর দশকের জার্মান পুরুষ এক হিজাবধারী ৬৫ বছর বয়সী মহিলার ওপর কথায় ও শারীরিকভাবে হামলা চালান।

পত্রিকাগুলো জানিয়েছে, হামলাকারী মহিলাকে নিয়ে বর্ণবাদী গালাগালি করেন, তার মুখে থুথু ফেলেন এবং তাকে মাটিতে ফেলে দেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হামলার মূল কারণ ছিল মহিলার হিজাব পরা এবং জার্মান ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলা। ঘটনার সঠিক সময় এখনো নিশ্চিত করা যায়নি।

পরে পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে বিদেশি-বিদ্বেষ, অপমান ও শারীরিক আঘাতের অভিযোগে তদন্ত শুরুর কথা জানিয়েছে। 4325457#

ট্যাগ্সসমূহ: হামলা ، ভাষা ، বিদেশী ، হিজাব ، মুসলিম
captcha