IQNA

ইরাকে ‘ইমামিনে জাওয়াদিন’ শিরোনামে প্রথম কুরআন প্রতিযোগিতা

16:23 - May 30, 2015
সংবাদ: 3309302
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের রাজধানী বাগদাদে ৬ষ্ঠ এপ্রিলে ‘ইমামিনে জাওয়াদিন (আ.)’ শিরোনামে প্রথম কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা বাগদাদে অবস্থিত ইমাম কাযিম (আ.)এর পবিত্র মাযারের বুদ্ধিজীবী ও সংস্কৃতি বিভাগের সাথে অন্তর্গত দারুল কুরআনের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
পবিত্র শাবান মাস উপলক্ষে ‘ইমামিনে জাওয়াদিন’ শিরোনামে উক্ত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ৬ষ্ঠ এপ্রিল থেকে শুরু হবে এবং টানা দু’দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
এ প্রতিযোগিতায় শীর্ষ স্থানী উত্তীর্ণদের মূল্যবান পুরস্কার অনুদান করা হবে এবং এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলী ইমাম কাযিম (আ.)এর পবিত্র মাযারের বুদ্ধিজীবী ও সংস্কৃতি বিভাগের সাথে অন্তর্গত দারুল কুরআনে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
3309041

captcha