বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা বাগদাদে অবস্থিত ইমাম কাযিম (আ.)এর পবিত্র মাযারের বুদ্ধিজীবী ও সংস্কৃতি বিভাগের সাথে অন্তর্গত দারুল কুরআনের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
পবিত্র শাবান মাস উপলক্ষে ‘ইমামিনে জাওয়াদিন’ শিরোনামে উক্ত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ৬ষ্ঠ এপ্রিল থেকে শুরু হবে এবং টানা দু’দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
এ প্রতিযোগিতায় শীর্ষ স্থানী উত্তীর্ণদের মূল্যবান পুরস্কার অনুদান করা হবে এবং এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলী ইমাম কাযিম (আ.)এর পবিত্র মাযারের বুদ্ধিজীবী ও সংস্কৃতি বিভাগের সাথে অন্তর্গত দারুল কুরআনে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
3309041