বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সেমিনার ফ্রান্সের সাদাকা আঞ্জুমানের পক্ষ থেকে ফরাসি ইসলামী প্রতিষ্ঠানের ইউনিয়নের স্পিকার হাসান আকিউসান এবং পারিবারিক সমস্যা ক্ষেত্রে সাইকোলজিস্ট বিশেষজ্ঞ ডামিনিক টুইসানের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
সাদাকা আঞ্জুমানের পক্ষ থেকে এই প্রথম বারের মত “ইসলামের নৈতিকতা” আলোকে এ ধরণের সেমিনার অনুষ্ঠিত হবে। এ প্রতিষ্ঠান ফ্রান্সের সকল মুসলমানদের এ সেমিনারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।
উক্ত শীর্ষক সেমিনারে মিসেস ডামিনিক টুইসান পারিবারিক নৈতিকতার আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
3309477