IQNA

ফ্রান্সে “ইসলামের নৈতিকতা” শীর্ষক সেমিনার

23:31 - May 31, 2015
সংবাদ: 3309815
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের রুয়ান শহরে ২৮শে জুন রবিবারে “ইসলামের নৈতিকতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সেমিনার ফ্রান্সের সাদাকা আঞ্জুমানের পক্ষ থেকে ফরাসি ইসলামী প্রতিষ্ঠানের ইউনিয়নের স্পিকার হাসান আকিউসান এবং পারিবারিক সমস্যা ক্ষেত্রে সাইকোলজিস্ট বিশেষজ্ঞ ডামিনিক টুইসানের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
সাদাকা আঞ্জুমানের পক্ষ থেকে এই প্রথম বারের মত “ইসলামের নৈতিকতা” আলোকে এ ধরণের সেমিনার অনুষ্ঠিত হবে। এ প্রতিষ্ঠান ফ্রান্সের সকল মুসলমানদের এ সেমিনারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।
উক্ত শীর্ষক সেমিনারে মিসেস ডামিনিক টুইসান পারিবারিক নৈতিকতার আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
3309477

captcha