বার্তা সংস্থা ইকনা : ইমাম হুসাইন (আ.) এর মাজারে এসে সমাপ্ত হয় এমন সব রুটে বিভিন্ন মৌকেব (যায়েরদের সেবা দান ও আপ্যায়নের স্থান) স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার মত ব্যাপক পরিমাণে না হলেও যায়েরদের বিরাট একটি অংশ নিজেদের শহর থেকে পায়ে হেটে কারবালার উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্দেশ্য হযরত ইমাম হুসাইন (আ.) এর পাশে থেকে ইমাম মাহদী (আ.) এর জন্মবার্ষিকী পালন করা।
দিনরাত এক করে মৌকেব নির্মাণে লেগে রয়েছে কারবালার জনগণ। আর্থিকভাবে স্বচ্ছল নয় এমন ব্যক্তিরা শহর সাজাতে তাদের সাধ্যানুযায়ী চেষ্টা চালাচ্ছে এবং যায়েরদের আপ্যায়নের জন্য যথাসাধ্য প্রস্তুতি তারা গ্রহণ করছে।# 3309929