IQNA

আসন্ন রমজান মাসে সামাজিক নেটওয়ার্ক ‘মুসলিম ফেস’এর কার্যকলাপ শুরু হবে

0:18 - June 16, 2015
সংবাদ: 3314845
আন্তর্জাতিক বিভাগ: কয়েক মাস পূর্বে সামাজিক নেটওয়ার্ক ‘মুসলিম ফেস’এর কার্যকলাপ পরিক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। এ সামাজিক নেটওয়ার্কটি পবিত্র রমজান মাস থেকে অফিসিয়াল ভাবে চালু করা হবে।

বার্তা সংস্থা ইকনা: সামাজিক নেটওয়ার্ক মুসলিম ফেসের ডিজাইনার এবং প্রতিষ্ঠাতা শোয়াইব ফাদায়ী এবং রুহুল আমিন শোয়াইব এ নেটওয়ার্ক চালুর উদ্দেশ্য সম্পর্কে বলেন: এ সামাজিক নেটওয়ার্কটি সাইবারস্পেসকে মুসলমানদের জন্য একটি সামাজিক স্থান তৈরী এবং মুসলিম ব্যবহারকারীদের ইসলামী মূল্যবোধ সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয়েছে।
ইসলামী মূল্যবোধের মূলনীতির প্রতি সম্মান এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে মুসলমানদের চাহিদা পূরণও এ চ্যানেলের অন্য উদ্দেশ্য।
সামাজিক নেটওয়ার্ক ডিজাইন মুসলিম ফেসের ডিজাইন প্রায় তিন বছর পূর্বে শুরু করা হয়েছে এবং কয়েক মাস পূর্বে পরিক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। আসন্ন রমজান মাস থেকে অফিসিয়াল ভাবে চালু করা হবে।
উক্ত সামাজিক নেটওয়ার্কটি ইংলি, আরবি, ফার্সি, উর্দু, বাহাস, তুর্কি এবং ইন্দোনেশিয়ান ভাষীরা ব্যবহার করতে পারবে। অতি শিঘ্রই অন্যান্য ভাষা যুক্ত করা হবে।
এই অনন্য সামাজিক নেটওয়ার্ক ‘মুসলমানদের দ্বারা, মুসলমানদের হতে, বিশ্বের নিকট’ স্লোগানে মুসলমানদের একত্রিকরণের উদ্দেশ্যে নির্মান করা হয়েছে।
সামাজিক নেটওয়ার্ক ‘মুসলিম ফেস’ লন্ডনের ‘মুসলিম ফিস লিমিটেড’ কোম্পানির নামে নিবন্ধন করা হয়েছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে এর শাখা অফিস চালু করা হবে।
3314462
 

captcha