IQNA

যুক্তরাজ্যে ইসলামবিরোধী নতুন বই নিয়ে বিতর্ক

9:51 - July 13, 2025
সংবাদ: 3477695
ইকনা- যখন যুক্তরাজ্যে ইসলামভীতি বেড়েই চলেছে এবং মসজিদে হামলা, শিক্ষাক্ষেত্র, কর্মসংস্থান ও গণমাধ্যমে মুসলমানদের প্রতি বৈষম্য বাড়ছে — এমন এক সময়ে এক ব্রিটিশ লেখকের ইসলামবিরোধী নতুন বই দেশটির বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।

৫ পিলার্স-এর বরাতে ইকনা জানিয়েছে, ব্রিটিশ লেখক টিম ডিয়েপ (Tim Dieppe)-এর নতুন বইয়ে ইসলামকে খ্রিস্টধর্মের শত্রু হিসেবে চিত্রিত করা হয়েছে এবং যুক্তরাজ্যে ইসলামের প্রসারকে 'হুমকি' হিসেবে উপস্থাপন করা হয়েছে। বইটি যুক্তরাজ্যের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে এবং এটি মুসলমানদের বিরুদ্ধে বৈরী ভাষা ও মনোভাবকে আরো উসকে দিচ্ছে বলে সমালোচনা করা হচ্ছে।
বইটির নাম: "The Challenge of Islam: Understanding and Responding to Islam’s Increasing Influence in the UK"
(ইসলামের চ্যালেঞ্জ: যুক্তরাজ্যে ইসলামের ক্রমবর্ধমান প্রভাবকে বোঝা ও তার প্রতিক্রিয়া জানানো)
বইটি প্রকাশ করেছে Wilberforce Publications, যেখানে ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একটি নেতিবাচক, রূঢ় এবং একপাক্ষিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। মুসলমানদের একটি বন্ধ, চরমপন্থী ও সমাজ বিচ্ছিন্ন গোষ্ঠী হিসেবে বর্ণনা করা হয়েছে।
টিম ডিয়েপ দাবি করেছেন, মুসলমানদের হয়তো 'উদ্ধার' করা সম্ভব, কিন্তু ইসলামকে নয়। তিনি বহুসংস্কৃতিবাদকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের সমতার ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। তার মতে, খ্রিস্টীয় পাশ্চাত্য মূল্যবোধ ইসলামী মূল্যবোধের চেয়ে শ্রেষ্ঠ — যা মূলত ঘৃণা ও বৈষম্যের পথ খুলে দিচ্ছে।
তিনি একইসাথে ইসলামিক মতামত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা আরোপের পরোক্ষ দাবি করেছেন — যুক্তরাজ্যের ‘জাতীয় পরিচয় রক্ষার’ অজুহাতে — যা প্রকৃতপক্ষে গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী।
বইটির ভূমিকায় লেখা রয়েছে:
"ইসলামের প্রভাব যুক্তরাজ্যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে — রাজনীতি, অর্থনীতি, ফ্যাশন, খাদ্য, মতপ্রকাশের স্বাধীনতা ও অন্যান্য বহু ক্ষেত্রে। ইসলাম স্পষ্টভাবে দেশের সর্বত্র প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এটা নিঃসন্দেহে ব্রিটিশ খ্রিস্টানদের জন্য একটি চ্যালেঞ্জ। আমরা কীভাবে সাড়া দেব?"
ডিয়েপ বইয়ে নিজের বিভিন্ন প্রবন্ধ একত্র করেছেন, যেখানে ইসলাম ও ব্রিটিশ সংস্কৃতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। শেষ অংশে তিনি কিছু প্রস্তাবনা দিয়েছেন, যা তিনি মনে করেন সমাজে পরিবর্তন আনতে পারে।
এই বই প্রকাশ পেয়েছে এমন এক সময়ে, যখন যুক্তরাজ্যে ইসলামভীতি বাড়ছে এবং মুসলমানরা নানা ধরনের বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। এর ফলে বইটি কার্যত একটি ‘সফট ওয়ার’ বা নরম যুদ্ধে পরিণত হয়েছে — যেখানে শব্দ ও চিন্তাধারাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছে। 4293808#

captcha