বার্তা সংস্থা ইকনা: ইরান সহ অধিকাংশ আরব দেশেও একই দিনে রমজান মাস শুরু হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, জর্ডান, কাতার, কুয়েত ও মিশর ঘোষণা করেছে যে, বুধবার ছিল পবিত্র শা’বান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার হবে পবিত্র রমজান মাসের প্রথম দিন। এছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্কের লোকজনও বৃহস্পতিবার থেকে রমজান পালন শুরু করছে।
আরবী মাসের নবম মাস ইচ্ছে রমজান মাস। এ মাসে রোজাব্রত পালনের জন্য সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনও ধরনের খাবার গ্রহণ করবেন না। এর পাশাপাশি নানা ধরনের ইবাদত-বন্দেগি ও দান খয়রাতের মধ্যদিয়ে রমজান মাস পার করবেন।
3315780