IQNA

সন্ত্রাসবাদে সমর্থনের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদন গ্রহণ যোগ্য নয়; মর্জিয়া আফখাম

14:31 - June 21, 2015
সংবাদ: 3316875
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদনে যে অভিযোগ করেছে ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্জিয়া আফখাম শনিবার সংবাদ ব্রিফিংয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টের নিন্দা জানিয়ে বলেন: আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ইস্যুতে আমেরিকা দ্বৈত অবস্থান বজায় রেখে চলেছে।
এ রিপোর্ট নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর মাধ্যমে আমেরিকা, ইরানের বিরুদ্ধে অভিযোগের পুনরাবৃত্তি ঘটিয়েছে মাত্র। সন্ত্রাসবাদ ইস্যুতে মার্কিন দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করবে বলেও মর্জিয়া আফখাম মন্তব্য করেন।
শুক্রবার প্রকাশিত বার্ষিক রিপোর্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার জন্য তেহরানকে অভিযুক্ত করে বলেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে ইরান।
মার্কিন এ অভিযোগের জবাবে মর্জিয়া আফখাম বলেন, বিগত তিন দশক যাবত ইরানই হচ্ছে বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসবাদ ও চরমপন্থার আরও বিস্তার যাতে না ঘটতে পারে সেজন্য নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে তেহরান। তিনি ইরানের বিরুদ্ধে আনা অভিযোগকে দোষারোপের রাজনীতির অংশ বলে অভিহিত করেন।
3316717
 

captcha