বার্তা সংস্থা ইনকা: উক্ত উৎসব মাহফিল ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইমাম সাদিক (আ.) নামক কমিটির পক্ষ থেকে ‘ইমাম সাদিক (আ.)’ মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উৎসব মাহফিলে বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও সমাজে কুরআনের সংস্কৃতি বিস্তারের লক্ষ্যে কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়াও আহলে বাইয়েতের শানে গজল ও কবিতা পরিবেশন, বক্তৃতা, ক্বারিদের সম্মাননা এবং মিষ্টি বিতরণ করা হবে।
উক্ত উৎসব মাহফিল ৩য় জুলাই এশার নামাজের পর শুরু হবে এবং ২১টা পর্যন্ত অব্যাহত থাকবে। এ অনুষ্ঠানে কোয়েটার বিখ্যাত ক্বারিগণ উপস্থিত থাকবেন।
3320782