IQNA

ঐক্যের লক্ষ্যে কুয়েতে শিয়া-সুন্নির সম্মিলিত নামাজ

17:13 - July 04, 2015
সংবাদ: 3323144
আন্তর্জাতিক বিভাগ: কুয়েতে জাতীয় ঐক্য বজায় রাখতে গতকাল (শুক্রবার) সেদেশের বাদশাহ’র উপস্থিতিতে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মুসল্লিগণ একসাথে গ্র্যান্ড মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (৩য় জুলাই) জুম্মার নামাজে কুয়েতের বাদশাহ শেখ সাবাহ আল-আহমদ আল জাবের আল-সাবাহ, যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমদ আল জাবের আল-সাবাহ, ন্যাশনাল এসেম্বলির স্পিকার মারযুক আলী আল গানিম, বাদশাহ’র সচিব শেখ নাসের সাবাহ আল-আহমদ আল-সাবাহ, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আল-খালিদ আল-হামাদ আল-সাবাহ এবং কুয়েতের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুয়েতের গ্র্যান্ড মসজিদের খতিব ওয়ালিদ আল আলী গতকাল জুম্মার নামাজে খুতবা প্রদান করেন। তার এ খুতবা সেদেশে সকল মসজিদে (১৪০০টি মসজিদে) সম্প্রচার করা হয়।
গত ২৬ জুন কুয়েত সিটির একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২০০’র বেশি মুসল্লি আহত হওয়ার পর দেশটির দুই সম্প্রদায়ের লোকজন এক মসজিদে নামাজ আদায় করে ঐক্য ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করলেন। ভয়াবহ রক্তক্ষয়ী ওই হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। ২৬ জুনের হামলাকারী একজন সৌদি নাগরিক বলে পরে তার পরিচয় প্রকাশ হয়েছে।
গতকাল জুমা নামাজের পর শিয়া সম্প্রদায়ের এক সংসদ সদস্য বলেছেন, কুয়েতকে অস্থিতিশীল করার জন্য আইএসআইএল যে চিন্তা করছে তা নিতান্তই বোকামি বরং তাদের হামলা কুয়েতের জাতীয় ঐক্যকেই কেবল জোরদার করবে। তিনি বলেন, “আজকের নামাজ ছিল ঐক্যের জন্য নামাজ।
বলাবাহুল্য, কুয়েতের সর্ববৃহৎ মসজিদ ১৯৮৬ সালে নির্মাণ করা হয়। এ মসজিদটি পারস্য উপসাগরীয় কোস্ট কুয়েত সিটির নির্মিত হয়েছিল। এ মসজিদটির প্রাঙ্গণে একসাথে এক লাখ সত্তর হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে।
3322650

captcha