IQNA

‘বাড়তি দাবির কাছে কখনোই মাথা নত করবে না ইরান’

14:03 - July 18, 2015
সংবাদ: 3329100
আন্তর্জাতিক বিভাগ: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ(শনিবার) বলেছেন, নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে বাড়তি কোনো দাবির কাছে কখনোই মাথা নত করবে না ইরান। তেহরানের কেন্দ্রীয় ইদ গা মোসল্লায় পবিত্র ঈদ-উল-ফিতরের খোতবায় এ ঘোষণা দেন সর্বোচ্চ নেতা।

বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, শত্রুরা হুমকির পরিবেশ সৃষ্টি করেছে এবং এ পরিবেশে নিজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা সংক্রান্ত কোনো বাড়তি দাবির কাছে কখনোই মাথা নত করবে না ইরান।
তিনি আরো বলেন, সদ্য সম্পাদিত পরমাণু সমঝোতা পত্র অনুমোদিত হোক বা না হোক তা কখনোই স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করতে দেবে না ইরান।
তিনি বলেন, খোদার রহমতে ইরানের প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত গোপনীয়তা রক্ষা করা হবে। ইসলামী প্রজাতন্ত্রের মৌলিক নীতিমালা কাউকেই ক্ষতিগ্রস্ত করতে দেয়া হবে না বলেও দৃঢ় ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনা এবং পরমাণু সমঝোতা পত্রকে কখনোই ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিমালাকে দাম্ভিক আমেরিকাকে অনুসরণের কাজে ব্যবহৃত হতে দেয়া হবে না।
মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন নীতিমালা ইরানি নীতিমালার পুরোপুরি বিপরীত বলেও  জানান তিনি। তিনি বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ্‌কে সন্ত্রাসবাদ বলে অভিযোগ করছে আমেরিকা। কিন্তু হিজবুল্লাহ লেবাননের প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে আত্ম-উৎসর্গিত শক্তি। অন্যদিকে ইহুদিবাদী, সন্ত্রাসী এবং শিশু হত্যাকারী ইসরাইলকে সমর্থন যুগিয়ে চলেছে আমেরিকা।
এ ছাড়া পরমাণু সমঝোতার মাধ্যমে ইরাকের কথিত পরমাণু বোমা তৈরি রুখে দেয়া গেছে বলেও আমেরিকা যে দাবি করে তা নাকচ করে দেন ইরানের সর্বো্চ্চ নেতা। তিনি বলেন, পবিত্র কোরআনের শিক্ষার ভিত্তিতে পরমাণু বোমা তৈরি বা বোমার মজুদ গড়ে তোলাকে হারাম করা হয়েছে। এর সঙ্গে আলোচনার কোনোই সম্পর্ক নেই বলেও জানান তিনি।
ইরানকে আত্মসমর্পণ করানোর মার্কিন কর্মকর্তাদের স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না বলেও জানান তিনি। আঞ্চলিক নানা ইস্যুতে আমেরিকা এখনো বড় বড় ভুল করছে উল্লেখ করে তিনি বলেন,  বিশেষ করে ইরানের সঙ্গে আচরণের ক্ষেত্রে তারা এ ভুল করছে।
আমেরিকার বোধোদয় হোক এবং তারা এ সত্য যেন উপলব্ধি করতে পারেন সে কামনা করেন তিনি।
ইরান শক্তিশালী দেশ উল্লেখ করে তিনি আরো বলেন, দিনে দিনে ইরান আরো শক্তিশালী হচ্ছে। গত ১০-১২ বছর ধরে ছয় জাতিগোষ্ঠী ইরানের পরমাণু শিল্প বন্ধের প্রাণান্ত চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত তাদেরকে ইরানের হাজার হাজার সেন্ট্রিফিউজ এবং পরমাণু গবেষণা ও উন্নয়নের বিষয়টি “মেনে” নিতে হয়েছে।
একে তিনি ইরানের জনগণের প্রতিরোধ, সাহসিকতা এবং ইরানের বিজ্ঞানীদের সৃজনশীলতার ফল হিসেবে উল্লেখ করেন। 
ইরানি সেনাবাহিনী “ধ্বংস” করতে পারবে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে দাবি করেছে তাও নাকচ করে দেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা যদি তাদের অভিজ্ঞতাকে সঠিক ভাবে কাজে লাগায় তবে তাদের জানা উচিত যে ইরান কখনো কোনো যুদ্ধকে স্বাগত জানাবে না বা যুদ্ধ শুরু করবে না। তবে যুদ্ধ লাগলে আগ্রাসী ও অপরাধী আমেরিকা চূড়ান্ত ভাবে পরাজিত হবে।
তিনি পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, পরমাণু সমঝোতা পত্র অনুমোদিত হোক বা না হোক ইরান কখনোই তার আঞ্চলিক বন্ধুদের প্রতি সমর্থন বন্ধ করবে না।
তিনি এ ভাষণে দীর্ঘ এবং শ্বাসরুদ্ধর আলোচনার জন্য ইরানি পরমাণু আলোচকদেরও ধন্যবাদ জানান। আইআরআইবি
3329071
 

captcha