বার্তা সংস্থা ইকনা: টুইটারের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র রমজান মাস জুড়ে টুইটার ব্যবহারকারীরা ৮.৪ বিলিয়নের অধিক টুইট প্রেরণ করেছে।
রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর, ইফতার এবং রমজানের শিরোনামের তিনটি হ্যাশট্যাগ উপস্থাপন করেছিল সামাজিক নেটওয়ার্ক টুইটার। যা মুসলমানদের পাশাপাশি অনেক অমুসলিমরাও ব্যবহার করেছে।
টুইটার আরও জানিয়েছে: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১.৬ বিলিয়নের অধিক টুইটার ব্যবহারকারী একে অপরকে অভিনন্দন জানিয়েছে।
সামাজিক নেটওয়ার্ক টুইটার এক সারণি প্রকাশ করেছে। টুইটার ব্যবহারকারীরা এ সারণিতে ঈদুল ফিতর এবং রমজানের আলোকে অসংখ্য আন্তর্জাতিক প্রবন্ধ পোষ্ট করেছে।
3332104