IQNA

টুইটারে পবিত্র রমজানের আলোকে ৮ বিলিয়নের অধিক বার্তা

19:57 - July 24, 2015
সংবাদ: 3332508
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ জনগণের পাশাপাশি নেতাবর্গ এবং বিশিষ্ট ব্যক্তি মণ্ডলী রমজান ও ঈদের আলোকে সামাজিক নেটওয়ার্ক টুইটারে বার্তা আদান প্রদান করেছে।

বার্তা সংস্থা ইকনা: টুইটারের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র রমজান মাস জুড়ে টুইটার ব্যবহারকারীরা ৮.৪ বিলিয়নের অধিক টুইট প্রেরণ করেছে।
রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর, ইফতার এবং রমজানের শিরোনামের তিনটি হ্যাশট্যাগ উপস্থাপন করেছিল সামাজিক নেটওয়ার্ক টুইটার। যা মুসলমানদের পাশাপাশি অনেক অমুসলিমরাও ব্যবহার করেছে।
টুইটার আরও জানিয়েছে: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১.৬ বিলিয়নের অধিক টুইটার ব্যবহারকারী একে অপরকে অভিনন্দন জানিয়েছে।
সামাজিক নেটওয়ার্ক টুইটার এক সারণি প্রকাশ করেছে। টুইটার ব্যবহারকারীরা এ সারণিতে ঈদুল ফিতর এবং রমজানের আলোকে অসংখ্য আন্তর্জাতিক প্রবন্ধ পোষ্ট করেছে।
3332104

captcha