বার্তা সংস্থা ইকনা: শুক্রবার সকালে নাবলুস শহরের দক্ষিণাঞ্চলীয় ডুমা গ্রামের দুটি বাড়ীতে চরমপন্থি যায়নবাদী নাপাম ও ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়ী দুটিতে আগুন জ্বালিয়েছে। এ পাশবিক হামলার ফলে ১৮ মাসের ‘আলী সায়িদ দাওয়াবাশে’ নামের একটি শিশু নিহত হয়েছে এবং তার ৪ বছরের ভাই সহ পিতা ও মাতা আগুনে পুড়ে আহত হয়েছে।
ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিব ইয়াদ মাদানি গুরুত্বারোপ করে বলেন: দখলদার ইসরায়েল পদ্ধতিগত ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।
ইয়াদ মাদানি আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলের অপরাধের বিচারের আহ্বান জানিয়েছেন।
ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিব ফিলিস্তিনের অভ্যন্তর এবং বহিরাগত সমস্যার সমাধানের জন্য একটি অসাধারণ ইসলামিক বৈঠকের জন্য ইসলামী সহযোগিতা সংস্থার সচিবলায়ে যোগাযোগ করছেন।
3337238