IQNA

ফ্রান্সের আরও দুটি ইসলামিক স্কুলের উদ্বোধন হতে যাচ্ছে

23:33 - August 02, 2015
সংবাদ: 3338090
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলীয় নানট্রার শহরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুসলিম শিক্ষার্থীদের জন্য আরও দুটি ইসলামিক স্কুল উদ্বোধন হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স এবং ইসলামি শিক্ষা প্রদানের জন্য এ দুটি স্কুলের অনুমোদন দিয়েছে ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয়।
এ দুটি ইসলামিক স্কুলের একটি নাম ‘ইবনে বাদিস’। এ স্কুলের সাথে একটি মসজিদও নির্মাণ করা হবে।
ইবনে বাদিস ইসলামিক স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ১৫০ জন শিক্ষার্থীকে নিয়ে নতুন বছরের ক্লাস শুরু করা হবে।
দ্বিতীয় স্কুলটির নাম ‘লোকমান’। পবিত্র কুরআনের একটি সুরার নামে এ স্কুলের নামকরণ করা হয়েছে। এ স্কুলটি বিকল্প উন্নয়ন ফোরাম IDEAL
এর পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে। লোকমান স্কুলের নির্মাণ কর্ম ২০১৪ সালে শুরু করা হয়েছিল। এ স্কুল দুটি সেপ্টেম্বর মাসে উদ্বোধন করা হবে।
স্কুল দুটিতে ফ্রান্সের জাতীয় শিক্ষার পাশাপাশি আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স এবং ইসলামিক শিক্ষা প্রদান করা হবে।
ফ্রান্সের সর্বপ্রথম ‘ইবনে রাশিদ’ নামক ইসলামিক স্কুল  লিল শহরে ২০০৩ সালে উদ্বোধন হয়েছে। এ স্কুলটি ২০১৩ সালে সেদেশের আদর্শ স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে।
ফ্রান্সের মোট জনসংখ্যার ১০ শতাংশ মুসলমান। ফ্রান্সে বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও মুসলমানেরা এগিয়ে যাচ্ছে। দেশটিকে নতুন নতুন মসজিদ ও ইসলামিক স্কুলও নির্মাণ করা হচ্ছে। ফ্রান্সের প্রথম মসজিদ ১৯২৭ সালে আফ্রিকান আর্কিটেক্ট কর্তৃক সেদেশের রাজধানী প্যারিসে নির্মাণ করা হয়। ১৯২৭ সালের পর থেকে এখন পর্যন্ত ফ্রান্সে অনেক মসজিদ নির্মাণ কর হয়েছে।
3337746

captcha