IQNA

ভারতে ‘কুরআন ও ইসলামী আর্ট’ শীর্ষক প্রদর্শনী

23:33 - August 05, 2015
সংবাদ: 3339487
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের উদ্যোগে বৃহস্পতিবার (৬ষ্ঠ আগস্টে) ‘কুরআন ও ইসলামী আর্ট’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনী ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেকার, নুর ফিল্ম এবং ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হবে। ‘কুরআন ও ইসলামী আর্ট’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য মন্ত্রী, ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান, ভারতে অবস্থিত ইরানি কালচারাল কাউন্সিলার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রধান এবং সংস্কৃতি ও বিদ্বান ব্যক্তিত্ব মণ্ডলী উপস্থিত থাকবে।
এ প্রদর্শনী মূল উদ্দেশ্য কুরআনিক সাংস্কৃতিক বিস্তার ও বিভিন্ন কুরআনিক বিশ্ববিদ্যালয় এবং ইসলামী শিল্পে সাথে পরিচয় হওয়া।
প্রদর্শনীতে ভারতের সর্ববৃহৎ রৈখিক কুরআন, রৈখিক সূক্ষ্ম কুরআনের মেরামত কর্মশালা, আয়াত লিখিত বিভিন্ন বোর্ড এবং ইসলামী শিল্প প্রদর্শন করা হবে।
3339177

captcha