আন্তর্জাতিক বিভাগ: ইরাকের কুর্দিস্তান প্রদেশের ডেমোক্র্যাটিক পার্টির জনসংযোগ প্রতিনিধি সাইয়িদ মামুযিনি এ ব্যাপারে বলেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল শুক্রবার (১৪ই আগস্ট) মসুল শহরে বিভিন্ন মসজিদ এবং জনসাধারণের মাঝে লিফলেট প্রকাশের মাধ্যমে হযরত মুহাম্মাদ (সা.)এর নামে বিকৃত হাদিস প্রচার করেছে।
তিনি বলেন: এ লিফলেটে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের স্বার্থ রক্ষার্থে হযরত মুহাম্মাদ (সা.)এর উদ্ধৃতি দিয়ে বিকৃত হাদিস প্রচার করছে। আর মসুল শহরের বিভিন্ন মসজিদের খতিবদের এ বিকৃত হাদিস প্রচার করতে বাধ্য করছে এ সন্ত্রাসী গোষ্ঠী।
সাইয়িদ মামুযিনি বলেন, এ লিফলেটের অধিকাংশ হাদিসই আইএসআইএলের স্বার্থ ব্যাপারে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ২০১৪ সালের ১০ম জুনে মসুল শহর নিজেদের অধীনে নেই। এ শহরের অধিবাসীরা নিজেদের জীবনের ভয়ে আইএসের কথা মান্য করছে।
3345750