বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রশিক্ষণ কোর্স টানা ২৮শে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। এ কোর্সে অংশগ্রহণকারীদের জন্য আর্কিটেকচার, ইসলামী শিল্পকর্ম সৌন্দর্য, এবং উসমানীয় ও মামলুকের আমলের শিল্পের ব্যাপারে আলোচনা করবেন বিশেষজ্ঞগণ।
প্রশিক্ষণ কোর্সের উপান্তে শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে ইসলামী শিল্প সমূহের সঠিক পুনর্নির্মাণ, নগর উন্নয়ন ও বিল্ডিং বিজ্ঞান, ইসলামী শহর ডিজাইন এবং মিশরের রাশেদ এবং ত্রিপোলি শহরের ডিজাইনের ব্যাপারে আলোচনা করা হবে।
এ সম্মেলনে মিশরে ইসলামী স্থাপত্যের বিশিষ্ট পণ্ডিতগণ এবং উপস্থিত দর্শনার্থীরা বক্তৃতা পেশ করবেন। এছাড়াও প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা মিশরের আহমেদ বিন তুলুন, আর রিফাই এবং সুলতান হাসান মসজিদ পরিদর্শন করবেন।
3346989