IQNA

কাতারে নতুন ১২টি মসজিদ নির্মাণ

20:32 - August 22, 2015
সংবাদ: 3350057
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের বিভিন্ন শহরে নতুন ১২টি মসজিদ নির্মাণ করা হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: এ ১২টি মসজিদের মধ্যে চলতি বছরে ১১টি মসজিদ নির্মাণ করা হবে এবং বাকী একটি মসজিদের নির্মাণ কাজ আগামী বছরের প্রথম দিকে শেষ হবে।       
মসজিদ গুলো নির্মাণের জন্য কাতারের সরকারী পরিষেবা সংস্থা অর্থায়ন করেছে। এ সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন: কাতারের অন্যান্য শহরে আরও ৯টি নতুন মসজিদ নির্মাণ করা হবে।
কাতারের সরকারী পরিষেবা সংস্থার পক্ষ থেকে মসজিদ নির্মাণ ছাড়ও দারুল কুরআন নির্মাণের পরিকল্পনা দেওয়া হয়েছে এবং এ পরিকল্পনাও অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে।
3349854
 

captcha