বার্তা সংস্থা ইকনা: এ সহিংসতা গত বৃহস্পতিবার মধ্য আফ্রিকার বামবারী শহর হতে শুরু হয়েছে। ঐ দিনে উগ্রপন্থী খ্রিস্টান জঙ্গিরা দল এন্ট্রি বলাকা’র সদস্যরা এক মুসলিম যুবককে পাশবিক ভাবে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনার সূত্র ধরে শুক্রবার মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং এ সংঘর্ষের ফলে কমপক্ষে ১০ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে।
ঐ দিনে বামবারী শহরের জনগণ বিক্ষোভের মাধ্যমে এ সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করে। মধ্য আফ্রিকায় জাতিসংঘের সেনা মোতায়েন করা হয়েছে এবং এ সকল সেনারা খ্রিস্টানদের পক্ষপাতিত্ব করছে। আর এ করণে জাতিসংঘের সেনাদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে বিক্ষোভকারীরা।
স্থানীয় এক নাগরিক জানিয়েছেন: অনেক যুবক নিহত হয়েছে। অথচ জাতিসংঘের সেনার চুপ করে সবকিছু দেখেছে। এ সহিংসতার প্রতিবাদে তারা কোন প্রতিবাদ গ্রহণ করেনি।
বলাহুল্য, ২০১৩ সালে মধ্য আফ্রিকার তৎকালীন খ্রিস্টান প্রেসিডেন্ট বরখাস্ত হওয়ার পর মুসলিম দল সমূহের পক্ষ থেকে তৎকালীন সরকার নির্বাচন করা হয়। এ সরকার নির্বাচনের পর থেকে সেদেশের খ্রিস্টানরা বিভিন্ন সময়ে মুসলমানদের ওপর হামলা চালাচ্ছে।
3350144