বার্তা সংস্থা ইকনা: জার্মানের বাভারিয়ার প্রদেশে ইরল্যাঙ্গান শহরে সাহিত্য উৎসব অনুষ্ঠান আগামী কাল ২৬শে আগস্ট শুরু হবে এবং ২৭শে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
৩৫তম ‘কবিতা উৎসব’ উপলক্ষে উক্ত অনুষ্ঠানে জার্মানের ৮০ জন অধিক সাহিত্যিক ও প্রকাশকগণ উপস্থিত থাকবেন।
ফ্রাঙ্কফুর্ট বইমেলার পর এ সাহিত্য উৎসব অনুষ্ঠান সেদেশের দ্বিতীয় বৃহত্তম উৎসব অনুষ্ঠান হিসেবে পরিগণিত। আয়োজকরা ধারণা করছে এ উৎসব অনুষ্ঠানে দশ হাজারের অধিক দর্শক উপস্থিত থাকবে।