বার্তা সংস্থা ইকনা: ক্ষমতাসীন দল ইউএসডিপির নেতা হিসেবে রোহিঙ্গা মুসলিম প্রার্থী শু মাং ২০১০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করেন। জনগণের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে এ বছর নির্বাচন করতে পারছেন না তিনি। গত ২২শে আগস্ট তার মনোনয়ন পত্র নাকচ করা হয়।
মনোনয়ন পত্র নাকচ করার কারণ হিসেবে মিয়ানমারের কর্মকর্তারা বলেন, মং’এর বাবা মায়ের নাগরিকত্ব না থাকার ফলে তাকে সেদেশের সাধারণ নির্বাচনের প্রার্থী থেকে বঞ্চিত করা হয়েছে।
অথচ মিয়ানমারের সরকার সংখ্যালঘু মুসলিমদের নাগরিকত্বের অধিকার হতে বঞ্চিত করেছে এবং তাদের মৌলিক অধিকার হতে তাদেরকে বঞ্চিত করেছে।
মং’এর বাবা মায়ের ব্যাপারে আনা অভিযোগকে তিনি নাকচ করে বলেন, আমার বাবা এবং মা উভয়ের জাতীয় রেজিস্ট্রেশন কার্ড আছে। এ জাতীয় রেজিস্ট্রেশন কার্ড ১৯৫৭ সালে তারা পেয়েছেন। ঐ সময় শুধুমাত্র এ কার্ডগুলোই সেদেশের নাগরিকত্বের জন্য নির্মাণ করা হত।
তিনি আরও বলেন, তারা বাবা দীর্ঘ দিন মিয়ানমার সরকারের পুলিশ অফিসার পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও এ বছরে সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে লক্ষাধিক রোহিঙ্গা মুসলমানকে বঞ্চিত করা হয়েছে। কারণ, দেশটির সরকার তাদের নাগরিকত্বের অস্থায়ী কার্ড নিয়ে নিয়েছে।
২০১০ সালে মিয়ানমারের চরমপন্থি বৌদ্ধরা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টি করেছে। এ সহিংসতার ফলে এপর্যন্ত সেদেশের সহস্রাধিক রোহিঙ্গা মুসলমান নিহত এবং আহত হয়েছে। আর আনেকেই নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছে।
3351327