বার্তা সংস্থা ইকনা: অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আল-রেজা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইমাম হুসাইন (আ.)এর মাজার প্রাঙ্গণে আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইমাম হুসাইন (আ.)এর মাজারের অনেক জিয়ারতকারী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং সকলে ব্যাপক স্বাগত জানিয়েছে। উৎসব মাহফিলে ইমাম রেজা (আ.)এর সুমহান ব্যক্তিত্বের আলোকে প্রশংসাপূর্ণ গজল পরিবেশন করেন ‘মোল্লা রা’য়াদ আল জাবুরী। এছাড়াও আহলে বাইত (আ.)এর শানে বক্তৃতা এবং কবিতা পরিবেশন করা হয়।
3352947