IQNA

তাজিকিস্তানের স্কুলে ‘ইসলামী ইতিহাস’ বিষয় যোগ হচ্ছে

17:41 - August 27, 2015
সংবাদ: 3353163
আন্তর্জাতিক ডেস্ক: তাজিকিস্তানের বিজ্ঞান ও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরে নতুন শিক্ষাবর্ষে সেদেশের হাই স্কুলে ‘ইসলামী ইতিহাস’ বিষয় যোগ হবে।

বার্তা সংস্থা ইকনা: তাজিকিস্তানের বিজ্ঞান ও শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বছরে নতুন শিক্ষাবর্ষে সেদেশের হাই স্কুলে ‘ইসলামী ইতিহাস’ বিষয় যোগ হবে।
শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হচ্ছে, সেদেশের যুবকদেরকে ইসলামী ইতিহাসের সাথে পরিচয় করানো এবং বর্তমানে কিছু সন্ত্রাসী গোষ্ঠী ইসলাম ধর্মের চেহারা খারাপ করার জন্য যে ছক কেটেছে তার প্রতিবাদ এবং প্রতিরোধের জন্য স্কুলে এ বিষয় চালু করা হয়েছে।
3353074
 

captcha