আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পবিত্র নগরী কারবালায় হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর মাযার। অনেক স্বেচ্ছাসেবীরা এ মাযারে সেবা প্রদান করে থাকে। এ সকল স্বেচ্ছাসেবী সর্বদা মাযারের প্রতিটি স্থান পরিষ্কার এবং ধুলা মুক্ত রাখার চেষ্টা করে।
বার্তা সংস্থা ইকনা: কিছুদিন পূর্বে ইমাম হুসাইন (আ.)এর মাযারের সকল খাদেম একত্রিত হয়ে মাযারের ভিতর এবং বাহিরের প্রাঙ্গণ সমূহ পরিষ্কার এবং সুগন্ধি করণের কাজ করেছেন। এখানে এরই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হল।