মানুষের উপর যে সকল দায়িত্ব রয়েছে তার অন্যতম হচ্ছে মানুষের অধিকার আদায় করা। যদি কেউ কারো্ অধিকার নষ্ট করে তাহলে তাকে কঠিণ আজাবের শিকার হতে হবে।
হাক্কুন নাস তথা মানুষের অধিকারের সজ্ঞায় বলা হয়েছে: যার মধ্যে মানুষের অধিকার রয়েছে তাকেই হাক্কুন নাস বলা হয়। মানবাধিকারের গুরুত্ব ইসলামে এত বেশী যে হাদিসে বলা হয়েছে, মানুষ যখন আল্লাহর দরবারে তওবা করে যদি কারও অধিকার তার উপর থাকে যতক্ষন সে তাকে রাজি না করবে ততক্ষণ তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না।
সুতরাং আল্লাহ যখন তার বান্দার মধ্যে অনুতপ্তভাব, লজ্ঝা এবং নমনীয়তা দেখতে পান তখন তাকে ক্ষশা করে দেন। কিন্তু যে অন্যের অধিকার নষ্ট করেছে আল্লাহ তাকে ক্ষমা করেন না। এর জন্য অবশ্যই যার অধিকার নষ্ট করেছে তার সন্তুষ্টি অর্জন করতে হবে।
মহানবী হযরত মুহাম্মাদ(ষা.) বলেছেন: প্রতিটি মুসলমানের উপর তার মু’মিন মুসলমান ভাইয়ের প্রতি ৬টি অধিকার রয়েছে। যথা: ১- যখন সে সালাম দিবে তার উত্তর দিবে, ২- যখন সে অসুস্থ হতে তাকে দেখতে যাবে, ৩- যখন সে হাচি দিবে দোয়া করবে এবং ইয়ারহামুকাল্লাহ বলবে বলবে, ৪- যখন সে দাওয়াত করবে তার দাওয়াত গ্রহণ করবে। ৫- যা নিজের জন্য পছন্দ করে তা তার দ্বীনি ভাইয়ের জন্য পছন্দ করবে, আর যা সে নিজে অপছন্দ করে তা তার দ্বীনি ভাইয়ের জন্যও অপছন্দ করবে। ৬- সে মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবে।