
আরবি২১ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মুসলিমদের বৃহত্তম নাগরিক অধিকার সংস্থা CAIR ওয়াশিংটন ডিসি থেকে এক বিবৃতিতে জানিয়েছে: “আমরা ঐসব শিশুদের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, যারা তাদের পরিবারের জন্য পানি সংগ্রহ করতে গিয়েছিল।”
বিবৃতিতে আরও বলা হয়েছে:“ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ আমেরিকান সরকারের সহায়তায়ই সংঘটিত হচ্ছে, যেখানে ব্যবহৃত অস্ত্র আমেরিকান করদাতাদের টাকায় সরবরাহ করা হচ্ছে। শিশুদের গণহত্যা বন্ধ করতে হবে।”
CAIR আরও বলেছে: “ইসরায়েলের জবরদস্তিমূলক অনাহারের অভিযান থামাতে হবে। জাতিগত নির্মূল বন্ধ করতে হবে। গণহত্যা ও এতে আমাদের সরকারের সহভাগিতা অবিলম্বে শেষ করতে হবে।”
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, গতকাল (২২ তমিজ) ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজার বিভিন্ন এলাকায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি শহীদ হন, যাদের মধ্যে অন্তত ১০ জনই শিশু ও নারী ছিলেন। ছয়জন শিশু একটি পানির বিতরণ কেন্দ্রের কাছে নিহত হয়েছে। 4294216#