IQNA

আহলে সুন্নতের দৃষ্টিতে ইমাম রেজা (আ.)

19:18 - September 08, 2015
সংবাদ: 3360627
মাহদাভিয়াত বিভাগ: এই গ্রন্থটিকে ইমাম রেজাকে(আ.) কেন্দ্র করে শিয়া সুন্নি উভয় মাজহাবের মধ্যে আন্তরিক সম্পর্ক স্থাপন করার জন্য এবং ওহাবিদের চক্রান্তকে মোকাবেলা করার জন্য রচনা করা হয়েছে।

শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম তাবাসীর লেখা আহলে সুন্নতের দৃষ্টিতে ইমাম রেজা(আ.) নামক গ্রন্থটি মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধির পথে অনেক বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই গ্রন্থটিতে আহলে সুন্নতের প্রখ্যাত আলেমদের আহলে বাইতের ফজিলত সম্পর্কে লেখা গ্রন্থসমূহ থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। কয়েকটি গ্রন্থ এবং তার লেখকদের নাম নিম্মরূপ: মুহাম্মদ বিন তালহা শাফেঈ রচিত মানাকেবে আলে রাসূল গ্রন্থ, ইমাম ইবনে সাব্বাগ মালিকি রচিত আল ফুসুলুল মুহিম্মা ফি মারেফাতেল আইম্মাহ, উমরন ইবনে শুজাউদ্দিন শাফেঈ রচিত আন নায়িমেল মুকিম লিইতরাতিন নাবাইল আজিম, নুরুদ্দিন আব্দুর রহমান জামে হানাফী রচিত শাওয়াহেদুন নবুয়াত।

প্রতিবেদন অনুযায়ী, লেখক আহলে সুন্নতের চার মাজহাবের প্রখ্যাত আলেমদের রচিত মূল্যবান গ্রন্থ থেকে ইমাম রেজার(আ.) জীবনিটি লিখেছেন।

captcha