বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের কুরআনিক সুপ্রিম কাউন্সিলের প্রধান আব্বাস হাসান জাদে বলেন: সন্ত্রাসী ও চরমপন্থিদের বিভিন্ন পাশবিক কার্যক্রমের আলোকে ‘চরমপন্থিদের প্রকৃত চেহারা’ শিরোনামে উক্ত কার্টুন প্রদর্শনী ১৫ই সেপ্টেম্বরে উদ্বোধন হয়েছে।
এ প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন: এ প্রদর্শনীর মাধ্যমে সাধারণ জনগণ চরমপন্থিদের প্রকৃত চেহারা এবং তাদের অজ্ঞতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।
বলাবাহুল্য,‘চরমপন্থিদের প্রকৃত চেহারা’ কার্টুন প্রদর্শনী দর্শনার্থীদের পরিদর্শনের জন্য টানা এক সপ্তাহ অব্যাহত থাকবে।
3363200