বার্তা সংস্থা ইকনা: নিউজ লেটারের নতুন সংখ্যায় ‘ইমামগণের হাদিস’, ‘সম্পাদকের বক্তব্য’, ‘আকাইদ’, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান’, ‘খবর’, ‘ভ্রমণ চিঠি’, ‘ভাষা ও সাহিত্য’, ‘গুরুত্বপূর্ণ অনুষ্ঠান’, ‘বৈঠক’ এবং প্রতিযোগিতা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়েছে।
হাদিসের অধ্যায়ে তাহফুল উকুল গ্রন্থ হতে হযরত মুহাম্মাদ (সা.) ও ইমামগণের ১২টি হাদিস, আকাইদ অধ্যায়ে মুহাম্মাদ আব্দুল কুদ্দুসের অনুদিত ‘বৃষ্টির জন্য নামাজ এবং ইমাম রেজা (আ.)এর দোয়া’ উল্লেখ করা হয়েছে।
এছাড়াও নিউজলেটারের তৃতীয় অধ্যায়ে ‘ইরান পরিচিতি’, ‘বায়ু শিল্প’, ‘ইরানে মানবাধিকার’, ‘মহামান্য নেতার বক্তব্য’, ‘পরমাণু চুক্তি ঘোষণার পর ইরানের প্রেসিডেন্ট ভাষণ’, ‘সংসদে আলী আকবর সালেহি ভাষণ’, সংসদে মোহাম্মদ জাওয়াদ জারিফের ভাষণ’, ‘মিজানুর রহমান - পরমাণু চুক্তির পর্যালোচনা’ উল্লেখ করা হয়েছে।
3365809