
বার্তা সংস্থা ইকনা: ১০ই অক্টোবর আমেরিকার ২০টি শহরের বিভিন্ন মসজিদ ও ইসলামিক কেন্দ্রের সম্মুখে ইসলাম বিদ্বেষীরা এ বিক্ষোভ মিছিল বের করে।
তবে ইসলাম বিদ্বেষীদের এ বিক্ষোভ মিছিলে আমেরিকান নাগরিকগণ ততটা সারা দেয়নি এবং বিক্ষোভকারীদের উপস্থিত অনেক কম ছিল।
আমেরিকার ওহিও প্রদেশের ডাবলিন শহরের একটি ইসলাম সাংস্কৃতিক কেন্দ্র ‘নুর’। আমেরিকার অন্যান্য কেন্দ্রের পাশাপাশি ইসলাম বিদ্বেষীরা এ কেন্দ্রের সামনেও বিক্ষোভ মিছিলের সমাগম করে।
গত শনিবার ‘নুর’ নামের ইসলাম সাংস্কৃতিক কেন্দ্রের সম্মুখে শুধুমাত্র অ্যানি নামের একজন ইসলাম বিদ্বেষী নারী মুসলমানদের বিরুদ্ধে প্রতিবাদ করে। ইসলাম বিরোধী প্ল্যাকার্ড নিয়ে তিনি এ প্রতিবাদ করে।

অ্যানি যখন এ কেন্দ্রের পাশে দাড়িয়ে ইসলাম ও মুসলমানদের প্রতিবাদ করছে, তখন স্থানীয় কিছু অমুসলিম নাগরিকরা মুসলমানদের সমর্থন করার জন্য তার সম্মুখে দাড়ায়।


এ সময় এক মুসলিম নারী তার নিকট এসে তাকে আলিঙ্গন করে বুকে টেনে নিয়ে ইসলাম ধর্ম ও মুসলমানদের সাথে অধিক পরিচয় হওয়ার জন্য তাকে নুর ইসলামিক সেন্টারের মসজিদে প্রবেশ করার জন্য আহ্বান জানায়।


প্রথমে তিনি মসজিদের ভিতরে যেতে দ্বিধাবোধ করে। তবে পরবর্তীতে সে মসজিদের ভিতরে যেতে রাজি হয়। অ্যানি মসজিদে প্রবেশ করার পর মসজিদের ভিতরে উপস্থিত সকলে তার উদ্দেশ্য হাত তালি দিয়ে তাকে স্বাগত জানায় এবং তাকে ‘নুর’ ইসলাম সাংস্কৃতিক কেন্দ্র এবং মসজিদ ঘুড়িয়ে দেখায়।
মসজিদ কমিটির সদস্যরা তার সাথে কুরআন, বাইবেল, তাওরাত, ঈদ, ইসলাম ধর্মে হযরত ঈসা (আ.)এর অবস্থান এবং মুজিযা সহ অন্যান্য বিষয় নিয়ে প্রায় ২ ঘণ্টা আলোচনা করেন।

অ্যানি বলেন, এখন পর্যন্ত তিনি পবিত্র কুরআন পড়েননি। আলোচনার শেষে তাকে ইংরেজি ভাষায় অনুবাদকৃত একখণ্ড পবিত্র কুরআন শরিফ অনুদান করা হয় এবং সর্বশেষে তিনি পবিত্র কুরআন হাতে নিয়ে হাসি মুখে মসজিদ থেকে বের হয়।

মসজিদ থেকে বের হওয়ার সময় তিনি বলেন: আপনার সকলেই আমার সাথে ভালো ব্যবহার করেছেন। আমি কখনোই কল্পনা করিনি, মুসলমানেরা আমার সাথে এতো ভালো আচরণ করবে।
তিনি ইসলাম বিদ্বেষী প্ল্যাকার্ড হাতে নিয়ে মসজিদের বাহিরে দাঁড়ানোর জন্য ক্ষমা চান।
পূর্বে তিনি মুসলমানদের প্রতি এতই ক্ষিপ্ত ছিলেন যে, তখন ইসলাম ও মুসলমানদের সহ্য করতে পারতেন না। কিন্তু মুসলমানদের সদাচরণের জন্য ইসলাম ধর্ম সম্পর্কে তার সকল ভ্রান্তি ধারণ দুর হয়ে যায়।
3384451