IQNA

ইসলামী বিপ্লবই ইরানকে উন্নতি ও অগ্রগতির পথে এনেছে : রাহবার

23:40 - October 14, 2015
সংবাদ: 3385735
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, ইসলামী বিপ্লবই ইরানি জাতিকে উন্নতি ও অগ্রগতির পথে উদ্বুদ্ধ করেছে। তাই ইরানি জাতি ইসলামী বিপ্লবের কাজে ঋণী এবং দেশের উন্নয়ন এ বিপ্লবের আদর্শের সঙ্গে সম্পর্কযুক্ত।

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী রাজধানী তেহরানে আজ (বুধবার) বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক সাক্ষাৎ অনুষ্ঠানে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইরানের বিপ্লবী তৎপরতা ও আদর্শ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ইরানের উন্নতি, মহিমা এবং আধ্যাত্মিক প্রভাব বাড়তেই থাকবে। আর শত্রুদেরও চক্রান্ত এবং দুশমনি বৃদ্ধি পাবে।সর্বোচ্চ নেতা বলেন, বৈজ্ঞানিক উন্নয়নের সূচক নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থাও এখন ইরানের উন্নয়নকে স্বীকার করছে। তরুণদের মধ্যে বর্তমান ও ভবিষ্যতের আশা সম্পর্কে হতাশা ছড়ানো জাতির মর্যাদার প্রতি বিশ্বাসঘাতকতা হবে। ইরানের তরুণরা বৈজ্ঞানিক উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে গর্বিত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। যেসব ব্যক্তি ও সংবাদমাধ্যম ইরানের তরুণদেরকে হতাশ করছে তাদের বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ইরানের পরমাণু অগ্রগতিসহ অন্যান্য ক্ষেত্রের উন্নয়ন কোনো কাল্পনিক বিষয় নয়; সারা বিশ্ব তা জানে। তিনি বলেন, ইরানের এসব উন্নয়নের কথা স্বীকার না করা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
ইরানের ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার প্রতীভাবান ও মেধাবী যুবকদের দেশ ও জাতির উন্নতি কাজ করার উপদেশ দেন।

3385433

 

captcha