
বার্তা সংস্থা ইকনা: আমেরিকার ধর্মীয় বিষয়ক বিশেষজ্ঞ গবেষণা কেন্দ্র ‘lifewayresearch’। সম্প্রতি উক্ত গবেষণা কেন্দ্রের সমীক্ষায় পরিলক্ষিত হয়েছে, কোন প্রকার ধর্মীয় বিশ্বাস ছাড়াই আমেরিকার ৪৬ শতাংশ নাগরিক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে।
জরিপ অনুযায়ী, আমেরিকার তিন চতুর্থাংশ নাগরিক নিজেদের বিভিন্ন ধর্মের অনুসারী হিসেবে ঘোষণা দিয়েছে। তারা সকলেই বিশ্বাস করেন, এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা রয়েছে।
এ জরিপের মাধ্যমে যে আশ্চর্যজনক তথ্য পাওয়া গিয়েছে সেটি হচ্ছে, আমেরিকার যে সকল নাগরিক কোন ধর্মকেই বিশ্বাস করেনা, তাদের মধ্যে অনেকই সৃষ্টি কর্তাকে বিশ্বাস করেন।
3385369