
বার্তা সংস্থা ইকনা: হাসান নাসরুল্লাহ আজ (রোববার) এক ভাষণে বলেছেন, হিজবুল্লাহর বহু যোদ্ধার আত্মত্যাগী লড়াইয়ের কারণে অনেক বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহ কমান্ডারদের শাহাদাতের পরও লড়াই অব্যাহত থাকবে। হাসান আল-হাজ ওরফে আবু মোহাম্মাদ নামে শহীদ হিজবুল্লাহ কমান্ডারের স্মরণসভায় দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আবু মোহাম্মাদ শহীদ হন।
অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরাইলের চলমান সংঘর্ষের বিষয়ে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে সব পক্ষকে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, প্রতিরোধ সংগ্রামই হচ্ছে ইসরাইলি দখলদারিত্ব অবসানেরে একমাত্র পথ। ফিলিস্তিনের নতুন প্রজন্ম প্রতিরোধে এ পথ বেছে নেয়ায় তিনি তাদের প্রশংসা করেন। আইআরআইবি
3387225