
বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার বেশির ভাগ মানুষ প্রেসিডেন্ট আসাদকে সমর্থন করেন উল্লেখ করে ড. বেলায়েতি বলেন, পাশ্চাত্যের কোনো কোনো দেশের চেয়ে সিরিয়ার মানুষের লক্ষ্য আলাদা। একই সঙ্গে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে ইরান।
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরানের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরানের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা আর কোনো দেশই পালন করে নি। ইরাক, সিরিয়া এবং লেবানন বাদে আর কোনো দেশ সন্ত্রাসবাদ-বিরোধী আন্তরিক পদক্ষেপ নিতে সক্ষম হয় নি বলেও মন্তব্য করেন তিনি। ইরাক, সিরিয়া এবং লেবাননকে ইরানের মিত্র হিসেবে উল্লেখ করেন ড. বেলায়েতি। আইআরআইবি